রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে দোকানে ককটেল, মালিক পলাতক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের আরএন রোডের হামীম মটরস নামে মোটরসাইকেল পার্টসের দোকান থেকে ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে কোতোয়ালি থানার এসআই ইকবালের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ককটেলটি উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হামীম মটরসে অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে একটি ককটেল উদ্ধার করা হয়। এসময় দোকানের মালিক যশোরের মান্দারতলা এলাকার বোরহান উদ্দিন কালু পালিয়ে যায়।

থানার এসআই ইকবাল বলেন, আমরা দোকান থেকে একটি ককটেল উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে, এরসাথে কারা জড়িত রয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন