শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নতুন পাঁচটি অত্যাধুনিক চিকিৎসা ইউনিটের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চক্ষু ইউনিট, ডেন্টাল এক্স-রে ইউনিট, ডিজিটাল এক্স-রে ইউনিট, ড্রেসিং এবং স্টেরিলাইজেশন ইউনিট (মিনি ওটি) এর উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের চীফ মেডিকেল অফিসার ডাঃ কানিজ ফাহমিদা। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, ছাত্র বিষয়ক পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন নিয়োগপ্রাপ্ত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর এস এম কামরুজ্জামান জানান, “আমি প্রতিদিন গড়ে ১৫-২০ জন স্টুডেন্ট পাচ্ছি। তাদের বেশিরভাগই মোবাইল এবং ল্যাপটপ অতিরিক্ত ব্যবহারের কারণে সমস্যায় ভুগছে। আমরা তাদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করছি।”
ডেন্টাল ইউনিটের পক্ষ থেকে জানানো হয় মাত্র এক মিনিটেই, দাঁতের এক্সরে করা সম্ভব।
এই নতুন চিকিৎসা ইউনিটগুলোর উদ্বোধনের ফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের উন্নত ও দ্রুততর চিকিৎসা সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হলো, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বাস্থ্যসেবার মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
খুলনা গেজেট/এনএম

