শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ অ্যাকাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

গেজেট প্রতিবেদন

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অ্যাকাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. রুহুল আমিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সভার সদস্য-সচিব এস এম আবু নাসের ফারুক।

সভার নির্ধারিত কার্যসূচি অনুসারে সভার কার্যক্রম শুরু হয়। অ্যাকাডেমিক কাউন্সিলের চতুর্থ সভায় বিগত ২০২১-২০২২, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ১ম ও ২য় পেশাগত পরীক্ষার ফলাফল এবং বিএসসি ইন নার্সিং এর ৪ (চার)টি কোর্সের ফলাফল যা ২০২৪ এবং ২০২৫ সালে প্রকাশিত হয় তা অ্যাকাডেমিক কাউন্সিলে অনুমোদন লাভ করে।

এছাড়াও খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সাময়িক সনদ, মাইগ্রেশন সনদ, মার্কশিট ও প্রণীত অ্যাকাডেমিক ক্যালেন্ডার, আয়োজিত বিভিন্ন অ্যাকাডেমিক সভা সমূহ অনুমোদন লাভ করে।

এ ছাড়াও খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কমিঊনিটি হেলথ ক্লিনিক স্থাপন এবং ফরেনসিক মেডিসিন এন্ড ফরেনসিক সাইন্স ইনস্টিটিউট স্থাপনের বিষয়ে অনুমোদন লাভ করে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক অগ্রগতি, পাঠ্যক্রম হালনাগাদ, শিক্ষার গুণগত মান উন্নয়ন, মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়ন, গবেষণা কার্যক্রমের সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব উপস্থাপিত ও আলোচনা করা হয়। আলোচনার ভিত্তিতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক উন্নয়নকে আরও গতিশীল করবে বলে সদস্যবৃন্দ মত প্রকাশ করেন।

সভাপতি উপাচার্য মহোদয় অ্যাকাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যদের অংশগ্রহণ ও গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন। যেসব সম্মানিত সদস্য শারীরিকভাবে সভায় উপস্থিত থাকতে পারেননি, তারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।

উক্ত সভায় অত্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, সকল ডিন ও অ্যাকাডেমিক কাউন্সিলের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন