রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২
শ্যামনগরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

দুর্বলও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। রোববার (৯ নভেম্বর) তিনি পশ্চিম শ্রীফলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়িদাতিনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে দক্ষতা যাচাই করেন এবং শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের পারদর্শিতায় সন্তোষ প্রকাশ করেন।

তিনি দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, খুলনা বিভাগীয় উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, উপজেলা নির্বাহী অফিসার দিদারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. এনামুল হক এবং ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন