বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

খুলনায় র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

খুলনার ডুমুরিয়া ও সোনাডাঙ্গা এলাকায় পৃথক অভিযানে মাদক দ্রব্যসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার দিবাগত রাতের এসব ঘটনায় বৃহস্পতিবার মামলা হয়েছে।

র‌্যাব-৬ সূত্র জানিয়েছেন, জেলার ডুমুরিয়া উপজেলার মির্জাপুর মধ্যপাড়া বিলের মধ্যে ব্রীজের উপর থেকে ৮৫০গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা বিশ্বজিৎ মন্ডল(২০) কে গ্রেফতার করে র‌্যাব-৬। বুধবার দিবাগত রাতের এঘটনায় বৃহস্পতিবার (২৩ জুলাই) ডুমুরিয়া থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত বিশ্বজিৎ মন্ডল থুকড়া বাজার রামকৃষ্ণপুরের বাসিন্দা অরুণ মন্ডলের পুত্র।

অন্যদিকে, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালের মধ্যে মোঃ রেজাউল করিম খান(৩৫) নামের এক মাদক বিক্রেতাকে ১৪৫পিচ ইয়াবাসহ গ্রেফতার করে র‌্যাব-৬। গত বুধবার দিবাগত রাতের এঘটনায় বৃহস্পতিবার (২৩ জুলাই) সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। গ্রেফতার মাদক বিক্রেতা রেজাউল করিম খান বাগেরহাপের মোড়েলগঞ্জের পুটিখালী এলাকা মৃত হাবিবুর রহমান খানের ছেলে।

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন