বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

সাতক্ষীরায় স্বেচ্ছাশ্রমে নির্মিত হচ্ছে জেলার বৃহৎ আহলে হাদীস মসজিদ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নির্মিত হচ্ছে জেলার সর্ববৃহৎ আহলে হাদীস জামে মসজিদ। মসজিদের মুসল্লী, গ্রামবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় দুইতলা এই মসজিদটি নির্মিত হচ্ছে। স্থানীয় জনগণের অর্থায়নে মসজিদটির নির্মাণে এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় এক কোটি ১০ লাখ টাকা।

জানা যায়, বিগত ১৯২০ সালে স্থাপিত এই ঐতিহ্যবাহী মসজিদটির পুনঃনির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালে। গত ৩ বছর ধরে গ্রামের মুসল্লি, যুবক, বৃদ্ধ, গ্রামের নির্মাণ শ্রমিকরা এমনকি শিশুরা প্রতিদিন এশার নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন মসজিদটির নির্মাণ কাজে। তবে গ্রামবাসীর শ্রম, ভালোবাসায় আর ত্যাগে গড়ে উঠছে এই দৃষ্টিনন্দন দ্বিতীয় তলা মসজিদটি।

শুক্রবার বিকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মসজিদটির দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ নম্বর আগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন, আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার সভাপতি মাওলানা আব্দুল মান্নান, জমঈয়তে আহলেহাদীস বাংলাদেশ সাতক্ষীরা জেলার সভাপতি ওবায়দুল্লাহ গজনফর, সমাজসেবক আব্দুল গফুর, আগরদাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজনুর রহমান মালী, জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট হাসানউল্লাহ ও অ্যাডভোকেট জিয়াউর রহমান এবং সিনিয়র সাংবাদিক শামীম পারভেজ।

সিনিয়র সাংবাদিক শামীম পারভেজ বলেন, ১৯২০ সালে মসজিদটি স্থাপিত হলেও নানা কারণে এর নির্মাণ কাজ আর বেশিদূর গড়াইনি। পরবর্তীতে গ্রামবাসীর উদ্যোগে ২০২২ সালে মসজিদটির পুনঃনির্মাণ কাজ শুরু হয়। এর পর থেকে স্থানীয় জনগণের নিজস্ব অর্থায়নে, শ্রম ও একতা দিয়ে গড়ে উঠছে এই বিশাল ধর্মীয় স্থাপনা। যা কেবল ইবাদতের স্থান নয় বরং গ্রামের মানুষের ঐক্য ও বিশ্বাসের প্রতীকও বটে। মসজিদটির নির্মাণ কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করতে সকলের দোয়া কামনা করেছেন বকচরা গ্রামবাসী।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন