মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গেজেট প্রতিবেদন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আটা বোঝাই লাটাহাম্বারের (শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ইকতার আলীকে (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও দু’জন আহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ব্রিজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইকতার আলী কুষ্টিয়ার মিরপুর থানার পোড়াদাহ চিতলিয়া গ্রামের পিয়ার আলীর ছেলে। শিশু জামিলা খাতুন (১১) একই উপজেলার পিয়ারী গ্রামের মো. জয়নালের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা সদরগামী একটি মোটরসাইকেল মুন্সিগঞ্জ খুদিয়াখালি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আটা বোঝাই একটি লাটাহাম্বার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এর চালক ও আরোহী গুরুতর আহত হন। বিপরীতে দুর্ঘটনার পরই লাটাহাম্বার চালক পালিয়ে যায়।

এ ঘটনায় তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইকতার আলীকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিশু জামিলা খাতুন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন