যশোরের মণিরামপুরে স্বপন বিশ্বাস নামে এক ঘের ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার কুলটিয়া ইউনিয়নের আলীপুর গ্রামে একটি লিচু গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, এদিন সকাল ১০টার দিকে স্বপনের মরদেহ এক ব্যক্তি বাড়ির পাশে পুকুর পাড়ে লিচু গাছে ঝুলতে দেখে তার পরিবারকে খবর দেয়। এরপর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। পরে থানা পুলিশকে খবর দিলে এস আই অরুপ কুমার ঘটনাস্থলে যান।
এ সময় নিহত স্বপনের ছেলে সুব্রত ও পবিত্রসহ তার পরিবার দাবি করেন, স্বপন ধার দেনার কারণে আত্মহত্যা করেছে। তবে প্রতিবেশীরা এ কথা মানতে নারাজ। তাদের দাবি স্বপনের মৃত্যু রহস্যজনক। তারা দাবি করে বলেছেন, ঘেরের দেনা পাওনা নিয়ে স্থানীয় কয়েক ব্যক্তির সাথে তার দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। এ সব কারণেও তার মৃত্যু হতে পারে।
ময়নাতদন্ত না করার বিষয় এসআই অরুপ কুমার দাবি করেন, তার কাছে স্বপনের মৃত্যু স্বাভাবিক মনে হওয়ায় মরদেহ সৎকার করতে বলা হয়েছে।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
