মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নড়াইলে র‌্যাবের অভিযানে প্রায় সাড়ে তিন কেজি গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

নড়াইলের লোহাগড়া থানার বড়দিয়া বাজার-সংলগ্ন গোহাট থেকে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মো. মোস্তাক মোল্লা (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৬। র‌্যাবের খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, শনিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বেচা-কেনা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গো-হাটের দক্ষিণ পাশে জনৈক সাত্তার সরদারের বসত ঘরের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মো. মোস্তাক লোহাগড়ার মঙ্গলপুর এলাকার বাসিন্দা মো. হাবিবার মোল্লার ছেলে।

ধৃত মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর পূর্বক তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন