মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

ঝিনাইদহে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে আরিয়ান (৪) ও তাসনীম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাতলামারী কুঠিরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিয়ান ওই গ্রামের সোহেল মিয়ার ছেলে এবং তাসনীম একই গ্রামের ইমদাদুল ইসলাম তারা মিয়ার মেয়ে।

কাতলামারী পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর আল মামুন জানান, তিনজন শিশু নবগঙ্গা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তাসনীম ও আরিয়ান পানিতে ডুবে যায়। অপর শিশুটি বাড়িতে ফিরে স্বজনদের বিষয়টি জানালে তারা নদীতে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে তাদের দাফন সম্পন্ন হবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন