চুয়াডাঙ্গায় বরফকলের মেশিন মেরামতের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মেরামতকারী ও তার সহকারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে শহরের মাছপট্টি এলাকার মায়ের দোয়া মৎস্য আড়ৎ ও ফল ভাণ্ডারের বরফকলের মেশিন মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- কুষ্টিয়া সদরের চৌড়হাস এলাকার মৃত নওশেদ আলীর ছেলে বাবু এবং বাবুর সহকারী সাদ্দাম হোসেন।
প্রতিষ্ঠানটির মালিক, পৌরসভার সাবেক কমিশনার শহিদুল কদর জোয়ার্দ্দার বলেন, বরফকলের মেশিন মেরামতের কাজ চলছিল। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মিস্ত্রি বাবু ও তার সহকারী সাদ্দাম হোসেন আহত হন। পরে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক বাবুকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানোর পরামর্শ দেন। দুপুরেই আমরা এম্বুলেন্সে করে তাকে কুষ্টিয়ায় নিয়ে যাই। সাদ্দাম হোসেন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
সদর হাসপাতালে দায়িত্বে থাকা সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফিরোজ আহমেদ বলেন, বরফকলের মেশিন মেরামতের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। গুরুতর আহত বাবুকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছে। আর সাদ্দাম হোসেন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
