ইনার হুইল ক্লাব অফ ধানমন্ডি, ডিস্ট্রিক্ট ৩২৮- একটি বিশিষ্ট আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী নারী সংগঠন- একই দিনে দুটি মহতী মানবিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন করেছে, যা অসহায় ও বিপর্যস্ত নারী ও শিশুদের পাশে থাকার তাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।
দিনের প্রথম অংশে, ক্লাবটি আজিমপুর মাতৃসদন হাসপাতালে অর্থনৈতিকভাবে অসচ্ছল ২০ জন গর্ভবতী মায়ের জন্য মাতৃত্বকালীন পোশাকের প্যাকেজ বিতরণ করে। এই সহায়তার মাধ্যমে মায়েরা গুরুত্বপূর্ণ সময়ে আরাম ও প্রয়োজনীয় সহায়তা পান। উপস্থিত মায়েরা এই উদার ও সময়োপযোগী সহায়তার জন্য ক্লাবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরবর্তী সময়ে, ক্লাবের সদস্যরা মাতুয়াইলের ইনস্টিটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথ (ICMH) পরিদর্শন করেন। সেখানে তারা চারটি হুইলচেয়ার এবং দুটি রোগী পরিবহনের স্ট্রেচার প্রদান করেন, যা গুরুতর অসুস্থ গর্ভবতী মায়েদের ও বয়স্ক নারীদের সেবায় ব্যবহৃত হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ এই সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। আইসিএমএইচ- এর এক্সিকিউটিভ ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মো. এমদাদুল হকসহ অন্যান্য পরিচালক ও চিকিৎসকবৃন্দ ইনার হুইল ক্লাবের ধারাবাহিক মানবিক সেবার প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা পাশাপাশি ইনার হুইল সংস্থার কর্মকাণ্ড সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন ও আনন্দের সঙ্গে সংগঠনসংক্রান্ত তথ্য ও অভিজ্ঞতা সংগ্রহ করেন।
ইনার হুইল ক্লাব অফ ধানমন্ডির পক্ষে উপস্থিত ছিলেন পিএনআর নাজ আফরিন রহমান, পিএনআর নায়ার ইসলাম, ক্লাব সেক্রেটারি মোরশেদা কবির, আইএসও ডা. শারমিন কাওসার এবং সদস্য শায়লা কামরুল, হাবিবা মল্লিক ও নাসিমা আক্তার সম্পা। তাঁরা সক্রিয়ভাবে এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি আন্তরিক শুভেচ্ছা বিনিময় ও হালকা আপ্যায়নের মাধ্যমে সমাপ্ত হয়, যা ক্লাবের “বন্ধুত্বের মাধ্যমে সেবা ” মিশনের এক অনুপ্রেরণামূলক উদাহরণ হিসেবে চিহ্নিত হলো।
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
