বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

যশোর হাসপাতালে ভুয়া ইন্টার্নি ডাক্তার আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে এবার ভুয়া ইন্টার্নি ডাক্তার আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আটককৃতের নাম নীলা মল্লিক (২৫)। তিনি বাগেরহাট জেলার সদর উপজেলার কার্ত্তিকদিয়া গ্রামের জাহিদ মল্লিকের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে অ্যাপ্রন পরিহিত অবস্থায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন নিলা। এসময় তিনি নিজেকে ইন্টার্নি ডাক্তার পরিচয় দিয়ে রোগী সেবায় সম্পৃক্ত হন। এতে স্টাফদের সন্দেহ হলে হাসপাতালের কর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নীলা মল্লিক অসংগত ও বিভ্রান্তিকর তথ্য দেন। তিনি নিজেকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স হিসেবে পরিচয় দেন। কিন্তু প্রাথমিক অনুসন্ধানে তার দাবির সত্যতা মেলেনি। পরবর্তীতে হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে হেফাজতে নেন।

এই বিষয়ে জেনারেল হাসপাতালের সুপার হোসাইন শাফায়াত বলেন, একটি মেয়ে জরুরি বিভাগে নিজেকে ইন্টার্নি ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে রোগীদের বিভ্রান্ত করছিল। খবর পেয়ে হাসপাতালের স্টাফরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন