গোপালগঞ্জের মুকসুদপুর থেকে সুজন মোল্লা (২২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার গোলাবাড়িয়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুজন মোল্লা উপজেলার গোলাবাড়িয়া গ্রামের মৃত দেলোয়ার মোল্লার ছেলে।
ওসি মোস্তফা কামাল জানান, প্রতিদিনের মত রাতে ঘরে ঘুমাতে যায় সুজন। সকালে অনেক সময় পার হয়ে গেলেও তার কোন সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন ডাকাডাকি করে। পরে তার কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ময়না তদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

