বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধির দাবি বাস্তবায়নে শিক্ষা উপদেষ্টা সিআর আবরারকে দুদিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এই দাবিতে আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এমপিওভুক্ত ও শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, আমরা ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে যদি প্রজ্ঞাপন জারি করে আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে যে পরিস্থিতি তৈরি হবে তা বাংলাদেশ কখনও দেখেনি। সারা দেশের শিক্ষক-শিক্ষিকাদের একযোগে ঢাকায় আনব এবং যমুনা ঘেরাও করা হবে।
অধ্যক্ষ আজীজি আরও বলেন, আজ থেকে আমাদের কর্মসূচি আমরণ অনশনে উন্নীত করা হয়েছে। ইতোমধ্যে চারজন অসুস্থ হয়ে পড়েছেন এবং হাসপাতালে চিকিৎসা নিয়েছেন; এখানে (কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত) অনেকেই অসুস্থ। যদি আমরণ অনশনের কারণে কোনো প্রাণহানি ঘটে, তার দায়-দায়িত্ব শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের ওপর বর্তাবে। তিনি শিক্ষা উপদেষ্টার উদ্দেশে বলেন, আমরা তাঁর সিদ্ধান্ত মানি না; তিনি যদি আমাদের দাবি মানতে না পারেন তবে তাঁকে মন্ত্রণালয় ছাড়তেই হবে।
কর্মসূচি সম্পর্কে অধ্যক্ষ আজীজি জানান, যারা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হতে পারবেন না, তারা প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা ও উপজেলার কেন্দ্রগুলোতে অবস্থান কর্মসূচি পালন করবেন। বিভিন্ন স্থানে যেসব প্রশিক্ষণ চলছে তা বাতিল করে আন্দোলনে যোগ দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
জোট সদস্য সচিব আরও বলেন, বিএনপি মহাসচিবের সঙ্গে যোগাযোগ হয়েছে; প্রয়োজনীয় সময় নেওয়া হয়েছে। তবুও যদি প্রজ্ঞাপন জারি না করা হয়, আমরা সিআর আবরারকে তাঁর দপ্তর থেকে টেনে বের করব এবং সচিবালয়ের প্রতিটি পয়েন্ট ঘেরাও করব। আমরা দেখব, তিনি কীভাবে শিক্ষক সমাজের বিরুদ্ধে মন্ত্রণালয়ে কাজ চালাচ্ছেন। অধ্যক্ষ আজীজি শিক্ষক-কর্মচারীদের দ্রুত সংগঠিত হওয়া ও ঘোষিত কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান।
জানা গেছে, প্রজ্ঞাপন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন জোটের নেতারা। এর মধ্যে ঢাকায় বড় আকারের সমাবেশ ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও রয়েছে। সরকার বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের আল্টিমেটামের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খুলনা গেজেট/এএজে

