বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

রক্ত কঠিন

মো: আরাফাত হোসেন

তোমার রক্তে জুড়ে আছে অস্তিত্বের বাঁধন,
কাঁপে তব পদাঘাতে কঠোর হিমালয়ের রাবণ।
কালের জবান তুমি, বজ্রকঠিন ধমনী তোমার
ফেঁটে পড়ে রক্তের ভারে।
লাল কঠিন রক্ত!

কাস্তের আঘাতে যেথায় স্বর্গ নামে সেই মহালয়ায়
মুক্ত বক্ষ দর্শনে কেঁপে ওঠে মহিষাসুরের মঞ্চ।
বিশ্ব তব শান্তপ্রাণ হাতুড়ির কল্যাণে,
সপ্ত আকাশ পাড়ি দিয়েছো সেনার বুলেট দানে।
কঠোর চোখের রক্ত!

অসুর তব অট্টহাসিতে দাঁতে কাটে মানুষ-গরু,
হাতুড়ি-কাস্তের যাতনায় লেখা তোমার অশ্রু।
মিশে যায় রক্ত কংক্রিটের স্তরে আর বালুর স্তূপে,
কখনো মিশতে দেখেছি ভাতের প্লেটে ও বুলেটে।
ধমনীর কালো রক্ত!

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন