বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

‘ভুখা মিছিল’ থেকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি

গেজেট প্রতিবেদন

শ্রেণিকক্ষ ছেড়ে শিক্ষকদের দীর্ঘ আন্দোলন, শিক্ষকদের ওপর একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হামলা ও সংকট সমাধানে দায়িত্বশীল ও জনবান্ধব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যর্থতার দায়ভার নিয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। তাদের দাবি, শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের আন্দোলনকে আমলে না নিয়ে উল্টো অবমূল্যায়ন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে নানাভাবে বাধা ও প্রতিবন্ধকতা তৈরি করছেন।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ভুখা মিছিল শুরু করেন শিক্ষকরা। এরপর মিছিলটি মাজার রোড এলাকায় এলে পুলিশ তাদেরকে আটকে দেয়। এসময় শিক্ষকরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শুরু করেন।

শিক্ষকরা অভিযোগ করছেন, ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের ফসল হিসেবে শিক্ষা উপদেষ্টা চেয়ারে বসলেও তিনি কার্যত কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারছেন না। তারা বলেন, ‘তিনি মূলত চেয়ারে বসে থাকলেও ক্ষমতা নেই। সুবিধাভোগী সচিবদের হাতের পুতুল হিসেবে বসে রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও রাজপথে নেমেছিল, কিন্তু আজ শিক্ষকদের কোনো মূল্যায়ন এই অন্তর্বর্তী সরকার করছে না। তাই তার চেয়ারে থাকার কোনো যোগ্যতা নেই।’

নারায়ণগঞ্জ থেকে আসা শিক্ষক মো. কামাল হোসেন বলেন, ‘পুলিশি বাধা ও হেনস্তার মধ্যেও আমরা আমাদের দাবিতে দৃঢ় থাকব। শিক্ষা উপদেষ্টা অবিলম্বে পদত্যাগ করুন। আমরা আমাদের মর্যাদা ও অধিকার ফিরে পেতে চাই।’

রাবেয়া খানম নামক আরেক শিক্ষক বলেন, ‘আজকের কর্মসূচিতে পুলিশি বাধা ও হেনস্তা আমাদের ক্ষোভ আরও বাড়িয়েছে। আমরা দৃঢ়ভাবে দাবি করি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করুন। শিক্ষকদের অধিকার রক্ষায় তিনি কার্যকর কোনো পদক্ষেপ নেননি।’

এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকেরা খালি থালা ও প্লেট হাতে ক্লাস শুরু হওয়ার আগে রাস্তায় নামেন এবং শিক্ষা ভবনের দিকে যাত্রা শুরু করেন। মিছিলে তারা ‘যৌক্তিক আন্দোলন, মেনে নাও নিতে হবে’, ‘২০ শতাংশ বাড়িভাড়া দিতে হবে’, ‘ভাতা মোদের দাবি নয়, অধিকার অধিকার’, ‘আবু সাঈদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’-সহ শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি সংবলিত স্লোগান দেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন