বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় এই ঘটনা ঘটে।

বিনেরপোতা বাজারের মাছ ব্যবসায়ী সঞ্জয় কুমার জানান, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত পরিচয়ে এই মহিলাটি বিনেরপোতা-ত্রিশমাইল এলাকায় ঘোরাঘুরি করছিল। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ত্রিশমাইল এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে রাস্তায় পড়ে যেয়ে গুরুতর আহত হয় অজ্ঞাত পরিচয়ের ওই নারী। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আক্তার মারুফ জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত এই নারীর পরিচয় পাওয়া যায়নি। আমরা জানতে পেরেছি উনার বাড়ি নাকি শহরের মাস্টারপাড়া এলাকায়। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন