যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬৪ লাখ ২৫০ টাকার মাদক ও বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত ৯টার সময় ভারতীয় একটি ট্রাক ও ৮৩ বোতল নেশা জাতীয় উইনসারেক্স কফ সিরাপ সহ চালক আব্দুল মন্ডলকে আটক হয়েছে।
এছাড়াও কীটনাশক, খৈনি, পান মশলা, ওষুধ, রেলওয়ে পার্টস, নাট বল্টু, প্লাস্টিক পাইপ, গাড়ির পার্টস, শাড়ি, কম্বল, থান কাপড় এবং কসমেটিক্স সামগ্রী শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচারের সময় সীমান্ত এলাকাহতে জব্দ করা হয়।
এসব ভারতীয় পণ্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। জব্দকৃত ভারতীয় মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা করা হয়েছে। এবং মাদকদ্রব্য সমূহ ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা করা হবে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও কসমেটিক্স সামগ্রীসহ প্রায় সাড়ে ৬৪ লক্ষ ২৫০ টাকার ভারতীয় মালামাল আটক করা হয়েছে।
এসব পণ্য নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট, আন্দুলিয়া ও শিকারপুর বিওপি সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে জব্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এমআর

