ঝিনাইদহের মহশেপুর সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধ অনুপ্রবেশের দায়ে শিশু ও নারীসহ দুইজনকে আটক করেছে ৫৮ বিজিবি। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে বিজিবি সদস্যরা। তারা দুইজনই ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের কোদলা নদীর তীরবর্তী জায়গা থেকে আটক হয় তাদেরকে।
তিনি আরও জানান, আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
