বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় বাসায় পানির লাইনের মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম গাজী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার বেলা ২টার দিকে সাতক্ষীরার শহরতলরি বকচরা গ্রামের এঘটনা ঘটে। মৃত মনিরুল ইসলাম গাজী সাতক্ষীরার শহরতলির বকচরা গ্রামের মোকছেদ আলী গাজীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের পর মনিরুল ইসলাম গাজী বকচরা গ্রামে নিজ বাড়িতে পানির লাইনের মোটর মেরামত করছিলেন।

এসময় হঠাৎ অসাবধানতাবশত মোটরের বিদ্যুৎ সংযোগ দেওয়ায় বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎস্যক ডা. আক্তার মারুফ জানান, হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়েছে। সাতক্ষীরার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন