তিন বন্ধু মাছ ধরতে গেলেও বাড়ি ফেরা হলো না এক বন্ধুর। ঘড়ির কাঁটায় তখন দুপুর তিনটা। তিন বন্ধু একত্রে স্কুল থেকে ছুটির পূর্বেই পরিকল্পনা করে বাঁওড়ে খয়রা মাছ ধরবে। যে কথা সেই কাজ।
কোটচাঁদপুর উপজেলার লক্ষিকুন্ডু গ্রামের একই পাড়ার প্রতিবেশী চাচাতো তিন ভাই। মন্টুর ছেলে তুহিন (১০), জিয়াউরের ছেলে ইয়ামিন, ইনামুল এর ছেলে নয়ন (১১)। দুপুরে জানতে পারে পার্শ্ববর্তী জয়দিয়া বাঁওড়ে খয়রা মাছের গাবা লেগেছে। মাছ ধরতে বাঁওড়ে যায় তিন বন্ধু। মাছ ধরার একপর্যায়ে তিন বন্ধু পানিতে ডুবে যায়। পানিতে ডুবে তুহিন, ইয়ামিন বেঁচে ফিরলেও ঘটনাস্থলেই নয়নের মর্মান্তিক মৃত্যু হয়। পরবর্তীতে তুহিন ও ইয়ামিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।
পানিতে ডুবে যাওয়া ইয়ামিন জানান, আমরা তিন বন্ধু মাছ ধরতে বাঁওড় যায়। পানিতে ডুবে যায় হাত উঁচু করে রাখা দুই জনের দেখা যায় নয়নের হাত দেখা যায়নি ও মরে গিয়েছে। আমাদের উপরে উঠিয়ে নিয়ে এসে পেটে চাপ দিয়ে পানি বের করে। এখন ভালো লাগছে হাসপাতালে।
তুহিনের দাদী শাহিদা জানান, তিন বন্ধু মাছ ধরতে বাঁওড়ে যায় আমরা জানিনা পরে জানতে পেরে হাসপাতালে নিয়ে এসেছি একজন মারা গেছে।
এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, দুই জন পানিতে ডুবে যাওয়া রোগী লক্ষীকুন্ডু থেকে দুই শিশু ভর্তি হয়েছে বিকালে। শুনেছি একজন মারা গিয়েছে।
খুলনা গেজেট/এনএম
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
