যেথায় সময় স্তব্ধ হয়, জড়তারা ভর করে মস্তিষ্কে,
স্বপ্নগুলো চৌচির হয়ে খাবি খায়, মনের বিদ্রোহে
জাল বুনি হতাশার। সেই সীমাহীন ক্রান্তিলগ্নে,
আশার প্রদীপ হাতে আমি আপনাকে দেখেছি!
শত সংগ্রাম আর ব্যর্থতার মঞ্চ পারিয়ে নদীর
ঢেউ যেমন বয়ে চলে জীবনের জঞ্জাল নিয়ে,
খাড়া পাহাড় পাড়ি দিয়ে যে যুবক পৌঁছেছে
নক্ষত্রলোকে, রাতের আকাশের প্রজ্বলিত
উল্কাপিন্ড দেয় ভরসার প্রণোদনা।
আপনি তেমনি উজ্বল আলোকরশ্মি!
আশার প্রদীপ-নিরাশার অন্ধকার, কালো
চাঁদের মায়া টেনে নিয়ে চলেছে অনন্তলোকে।
বাঁচার প্রেরণা-মরার প্রেম, দিয়েছে নব দিশা।
আপনি সেই সীমাহীন দিশা!
খুলনা গেজেট/এনএম

