বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২
দেড় কোটি টাকার মালামাল লুট

সাতক্ষীরায় সাংবাদিক ও ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা শহরের কাঠিয়ায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ২৪ ঘন্টা পেরুতেই ফের এক সাংবাদিক ও এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮ টার পরে সাতক্ষীরা শহরের পুলিশ লাইনের সামনে মেহেদীবাগ এলাকায় সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর ও পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া এলাকায় ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষের বাড়িতে পৃথক এ চুরির ঘটনা ঘটে। চোরেরা দুটি বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

আর টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে বুধবার রাত সাড়ে ৮ টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তিনি বাড়ি ফিরে দেখেন প্রধান গেটসহ সকল ঘরের দরজার তালা ভাঙা। ঘরের আলমিরা ও ওয়ারড্রব ভেঙে সমস্ত জিনিসপত্র ঘরের মধ্যে তছনছ করে ফেলে রাখা। দুর্বৃত্তরা ঘরের আলমিরাতে রক্ষিত নগদ ৯ লাখ টাকা এবং ৪০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি টাকারও বেশি মূল্যের মালামাল চুরি করে নিয়ে গেছে।

এদিকে পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষ জানান, বুধবার রাত সাড়ে আটটার পরে যে কোন সময় দুর্বৃত্তরা তার ঘরের পিছনের জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢোকে। এ সময় তারা ঘরের আলমিরা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। রাত সাড়ে ১০ টার দিকে বিষয়টি তারা জানতে পারেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া কর্মকারপাড়া এলাকায় সর্বজনীন পূজা মন্দিরের পাশে জুয়েলারি ব্যবসায়ী গৌতম চন্দ্রের বাড়িতে দুঃসাহসের চুরির ঘটনা ঘটে। চোরেরা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও ৬৫ ভরি ওজনের স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

মাত্র ২৪ ঘন্টা পেরুতেই শহরের কাটিয়া কর্মকার পাড়ার জুয়েলারি ব্যবসায়ী গৌতম চন্দ্র ও একজন সাংবাদিকসহ শহরের একাধিক বাড়িতে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একই সাথে চোর আতংক দেখা দিয়েছে শহরে বসবাসকারী সাধারণ জনগণের মাঝে।

এদিকে সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী ও ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষের বাড়িতে চুরির ঘটনা জানার পর সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুর চৌধুরী, সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন