বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

শেখ হাসিনার জন্মদিন পালনের সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় খিচুড়ি রান্নার সরঞ্জাম জব্দ করা হয়। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার ভাট্রইধোপা গ্রাম থেকে এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কাশিয়ানী উপজেলার ভাট্রইধোপা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে মো. হাসান মোল্যা (৩২), রাইতকান্দি পূর্বপাড়া গ্রামের মো আজাদুল আলম মোল্যার ছেলে মো. ইব্রাহিম মিয়া (২৩), ভাট্রইধোপা মধ্যপাড়া গ্রামের মো. ঠান্ডু শেখেল ছেলে মো. সাফায়েতুল ইসলাম ওরফে আরমান (২৩) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ব্রাক্ষণঝাটি গ্রামের মো. সিরাজ মৃধার ছেলে সাগর মৃধা (২৫)।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, রবিবার সকালে কাশিয়ানী উপজেলার ভাট্রইধোপা গ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মী মো. হাসান মোল্যা, মো. ইব্রাহিম মিয়া, মো. সাফায়েতুল ইসলাম ওরফে আরমান ও সাগর মৃধাকে গ্রেপ্তার করে। এসময় খিচুড়ি রান্নার সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদেরকে আদালতে পাঠানোর সময় গ্রেপ্তারকৃতদের আত্মীয়স্বজন কাশিয়ানী থানা চত্বরে হট্টগোল করে। পরে পুলিশ নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও বলেন, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশ বাধাগ্রস্ত করতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে জনমনে ভীতির সঞ্চার করেছিল গ্রেপ্তারকৃতরা। এ ঘটনায় কাশিয়ানী ধানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গ্রেপ্তারকৃতদের গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন