প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের নির্বাচন কাজে যারা জড়িত থাকেন, তারা ভোট দিতে পারেন না। এবার ভোট দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটি একটি মাইলফলক।
রোববার সকালে ১০টার দিকে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর আরপিও সংশোধনসহ নানা কাজ করেছে। প্রবাসীদের পোষ্টাল ব্যালটে ভোট দেয়ার আইন থাকলেও প্রয়োগ ছিল না। এটি নিয়েও কাজ করছে কমিশন।
খুলনা গেজেট/এনএম