২৭ বছর আগে সংরক্ষণ করে রাখা ভ্রূণ থেকে চলতি বছরের অক্টোবরে জন্ম নিয়েছে মেয়ে শিশু মলি গিবসন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, টিনা ও বেন গিবসন দম্পতি ভ্রূণটি নিয়ে মলির জন্ম দিয়েছে। আগের রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে মলি। এর আগে সংরক্ষিত ভ্রূণ থেকে দীর্ঘ সময় পর জন্ম নেওয়ার রেকর্ড গড়েছিল মলির বড় বোন ইমা।
বেন গিবসন বলেন, কেউ যদি আমাকে পাঁচ বছর আগে প্রশ্ন করতো, আমার একজন নাকি দু’জন মেয়ে, আমি তাকে বলতাম- পাগল হয়ে গেছেন! এখন আমরা চাঁদ হাতে পেয়েছি। আমার বিস্ময় এখনো কাটেনি।
গিবসনের স্ত্রী টিনা বলেন, আমার মা-বাবা যদি এ ব্যাপারে সংবাদ না দেখতো, তাহলে হয়তো আমরা এই সাফল্য পেতাম না।
টিনা একটি বিদ্যালয়ের শিক্ষক এবং তার স্বামী গিবসন নিরাপত্তা বিশ্লেষক। খ্রিস্টানদের অলাভজনক সংস্থা ন্যাশনাল এমব্রিও ডোনেশন সেন্টার (এনইডিসি) ভ্রূণ সংরক্ষণ করে রাখে। তাদের কাছ থেকেই ভ্রূণ নিয়ে সন্তানের জন্ম দিয়েছেন টিনা-গিবসন দম্পতি
টিনা ও গিবসন চাচ্ছিলেন, এমন কোনো সন্তানের জন্ম দেবেন, যে তাদের বংশের কারো সঙ্গে সম্পর্কযুক্ত নয়। জানা গেছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে ১০ লাখের বেশি ভ্রূণ সংরক্ষিত আছে। টিনা ও গিবসন দম্পতি এর আগে ২০১৭ সালে ভ্রূণ সংগ্রহ করে ইমা’র জন্ম দিয়েছেন। এবার তারা মলির জন্ম দিলেন। সূত্র : বিবিসি
খুলনা গেজেট/এনএম