রাতের আঁধার শেষ হয়েছে
ফুটছে রঙিন আলো,
কেটে গেছে অমানিশা
জীবনের শত কালো।
সকাল আসে ভালোবেসে
দেয় যে সজীব ভরসা,
মুছে দিয়ে দুঃখ শতেক
জাগায় নতুন আশা।
কারখানাতে শ্রমিক যারা
কর্মে আছে লিপ্ত,
মেরুদণ্ড ভেঙে যাবে
হলে ওরা ক্ষিপ্ত।
রাষ্ট্র তুমি অচল হবে
কাস্তে যদি থামে,
তোমার রক্ত মিশে যাবে
শ্রমিকের ওই ঘামে।
কৃষক-শ্রমিক জাগলে পরে
নতুন সকাল হবে,
বুর্জোয়াদের শোষণ নীতি
বন্ধ হবে ভবে।
খুলনা গেজেট/এনএম