হাইকেয়ার স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ট্যাব বিতরণ

গেজেট প্রতিবেদন

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হাইকেয়ার স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৩৫টি ট্যাব বিতরণ করা হয়েছে। কানাডা প্রবাসী বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব অনন্যা নুসরাত ইসলাম-এর সৌজন্যে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ কর্মসূচির আয়োজন করা হয়।

ট্যাবগুলো শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়ক ও বিনোদনমূলক সফটওয়্যার সমৃদ্ধ। অনন্যা নুসরাত ইসলাম হাইকেয়ারের প্রাক্তন যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম নান্নুর একমাত্র কন্যা। বর্তমানে তিনি কানাডায় বহুজাতিক এক কোম্পানিতে কর্মরত আছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইকেয়ার স্কুলের অধ্যক্ষ মিসেস রওশন আরা। প্রধান অতিথি ছিলেন হাইকেয়ার সোসাইটির মহাসচিব তারিকুল ইসলাম খান। আরও বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব ইয়াসফিন আলামিন, নির্বাহী সচিব সায়েম আহমেদ, প্রাক্তন ভাইস প্রিন্সিপাল হেমায়েতুন্নেসা পাপড়ি ও জুলেখা বেগম, প্রতিষ্ঠাতা শামসুল হকের পুত্র শামসুল কাদির বাপ্পি এবং হাইকেয়ার হিয়ারিং সেন্টারের চিফ অডিওলজিস্ট মিসেস কানিজ ফাতেমা।

বক্তারা সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানান, অনন্যা ইসলামের মতো সবাইকে প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়াতে। প্রযুক্তির সহায়তায় শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও তারা মত দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কম্পিউটার বিশেষজ্ঞ কোরায়শী খোরশেদ আলম ও জামিল আহমেদ।

তারা জানান, অতীতের মতো ভবিষ্যতেও হাইকেয়ারের উন্নয়নে বিনা পারিশ্রমিকে সহায়তা অব্যাহত রাখবেন।

শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সবশেষে অধ্যক্ষ রওশন আরা সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন