বিকেলে ঘোষণা করা হতে পারে জাকসুর ফল : নির্বাচন কমিশন

গেজেট প্রতিবেদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল শুক্রবার বিকেল ৪টার মধ্যে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত তিনটি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে। সারারাতই ভোট গণনা চলেছে। গণনা দ্রুত সম্পন্ন করতে সকালে আমরা আরও অভিজ্ঞ জনবল আনার চিন্তা করছি।’

গণনার শুরুতে প্রথমে ২১টি হল সংসদের ভোট গণনা শুরু হয়। রাত সাড়ে ৪টা পর্যন্ত কাজী নজরুল ইসলাম, মীর মশাররফ হোসেন, আ ফ ম কামালউদ্দিন এবং শহীদ জননী জাহানারা ইমাম হলের ভোট গণনা শেষ হয়। এরপর ধীরে ধীরে অন্যান্য হলের গণনা এগিয়ে চলেছে। এখন পর্যন্ত ১১টি হলের ফল প্রস্তুত হলেও আনুষ্ঠানিকভাবে কোনো ফল ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, সব হলের গণনা শেষে একসঙ্গে ফল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে সিনেট ভবনে ভোট গণনা শুরু হয়। পুরো গণনা প্রক্রিয়া হচ্ছে প্রথাগত হাতে গোনা (ম্যানুয়াল) পদ্ধতিতে, যা এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে। গণনা কক্ষে প্রতিটি হলের পোলিং এজেন্টরা উপস্থিত থাকলেও ফলাফল সম্পর্কে গণমাধ্যম ও প্রার্থীদের এখনো কিছু জানানো হয়নি।

এর আগে সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। তবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভোটগ্রহণ চলে রাত সাড়ে ৭টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলকে কেন্দ্র করে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটার ছিলেন, যার মধ্যে ছয় হাজার ১১৫ জন ছাত্র এবং পাঁচ হাজার ৭২৮ জন ছাত্রী।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন