চুয়াডাঙ্গায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে সাহার আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের দশমাইল দশমী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাহার আলী চুয়াডাঙ্গার পুরাতন ভান্ডারদোহা গ্রামের মুনসুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। পরে ইজিবাইকে থাকা প্রায় ছয়জন যাত্রী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে সাহার আলী মারা যান। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিন্দুরিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, সাহার আলী হাসপাতালে আনার আগেই মারা যান। আহত বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
খুলনা গেজেট/এএজে