ডাকসু নির্বাচন: কোথায় কত ভোট পড়লো

গেজেট প্রতিবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে তিনি এই তথ্য জানান।

সকালে ৮টায় আটটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ বিকেল ৪টায়। বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন হলের কত শতাংশ ভোট পড়েছে, তার হিসাব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে।

ভূতত্ত্ব কেন্দ্র

হল: কবি সুফিয়া কামাল হল

মোট ভোটার- ৪৪৪৩

কাস্ট- ২৯৪৭

কাস্ট%- ৬৬.৩২%

রোকেয়া হল

মোট ভোটার ৫৬৭৬ জন

কাস্ট ৩৯০৭

৬৯% কাস্ট

জিয়া হল

মোট ভোটার ১৭০০

কাস্টিং ৭৫%

মুজিব হল

মোট ভোটার ১৬০০

কাস্টিং ৮৬%

শামসুন্নাহার হলে ৬৭%

কার্জন হলে ৮০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে।

জহুরুল হক হল

মোট ১৬৫৮টি ভোট কাস্ট হয়েছে। ভোট ছিলেন ১৯৬৩ জন। (৮৪.৪৬%)

মুহসিন হল

১৪০৯ এর মধ্যে ১১৭৩ কাস্টিং হয়েছে।

শহীদুল্লাহ্ হল

১৬০৯ ভোট কাস্ট হয়েছে। এখানে ২০০০ এর বেশি ভোটার ছিলেন।

জগন্নাথ হল

টোটাল কাস্ট হয়েছে ১৮৩১ ভোট

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন