বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

প্রার্থীর ভাগিনা পরিচয়ে ঢাবি ক্যাম্পাসে অবৈধ প্রবেশের অভিযোগে যুবক আটক

গেজেট প্রতিবেদন

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকের ভাগিনা পরিচয়ে ইউনিভার্সিটি অব স্কলার্সের ২৩-২৪ সেশনের এক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করে। বিএনসিসির দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থী আইডি কার্ড চাইলে তিনি আইডিকার্ড দেখাতে ব্যর্থ হন।

মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে নীলক্ষেত গণতন্ত্র ও তোরণ মঞ্চের গেটে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, একজন প্রার্থীর সঙ্গে একজন আসেন এবং তিনি প্রার্থীর আপন ভাগিনা পরিচয় দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তখন প্রক্টোরিয়াল টিম তাকে আটক করে নিয়ে যায়। আটককৃত ওই শিক্ষার্থীর নাম সালমান। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব স্কলার্সের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী বলে জানান।

এই বিষয়ে সহকারী প্রক্টর ড. মুনতাসির আলম বলেন, আমরা তাকে আটক করে প্রক্টর অফিসে পাঠিয়েছি। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

অনেকবার চেষ্টা করেও তার মামার নাম প্রক্টোরিয়াল টিম জানতে পারেনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন