এমসিও ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সত্ত্বাধিকারী ও অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বর্তমান পরিচালক এবং সাবেক চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন লিন্টুর বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ৪ কোটি ১ লাখ ৩৮ হাজার ৪৬২ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুদকের ঢাকা-১ মহানগর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালে দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয় থেকে কাজী সাখাওয়াত হোসেন লিন্টুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়। দীর্ঘ তদন্ত শেষে তার ২১ কোটি ৭৬ লাখ ২৪ হাজার ১৫৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব পাওয়া যায়। এর বিপরীতে বৈধ আয়ের উৎস হিসেবে গ্রহণযোগ্য ব্যয় দেখানো হয়েছে ৬ কোটি ৫১ লাখ ২৩ হাজার ৭৬৬ টাকা। সেই হিসাবে সম্পদের পরিমাণ হওয়ার কথা ১৭ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৯৪ টাকা। কিন্তু তদন্তে দেখা যায়, আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে তিনি ৪ কোটি ১ লাখ ৩৮ হাজার ৪৬২ টাকার সম্পদ অর্জন করেছেন এবং ভোগদখল করে আসছেন।
খুলনা গেজেট/এএজে