খুলনায় নিরাপদ ওষুধ সরবরাহে একসঙ্গে কাজ করবে বিসিডিএস ও ফার্মাসিউটিক্যাল ম্যানেজারস ফোরাম

নিজস্ব প্রতিবেদক

নির্ধারিত মূল্যে নিরাপদ ও মানসম্পন্ন ওষুধ গ্রাহকদের কাছে পৌঁছে দিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) ‍খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দ এবং ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ও ম্যানেজারস ফোরাম।

নগরীর হোটেল পুষ্প বিলাশ মিলনায়তনে সংগঠন ‍দুটির মতবিনিময় সভায় এ অঙ্গীকার করা হয়।

সভায় বক্তারা বলেন, ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্সবিহীন ফার্মেসিতে দোকানে ওষুধ সরবরাহ বন্ধ করতে হবে। চোরাই ও ভেজাল ওষুধ সম্পর্কে তথ্য থাকলে সঙ্গে সঙ্গে ওষুধ প্রশাসনকে জানাতে হবে। অনুমোদিত কমিটি ছাড়া কোনো ভূইফোর কমিটিকে গুরুত্ব না দেওয়ার আহবান জানান বিসিডিএস নেতারা।

সভায় সভাপতিত্ব করেন খুলনা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক খান মাহতাব আহমেদ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক খান সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বিসিডিএসের যুগ্ম আহ্বায়ক নুরুল হক বাহার, সদস্য মো. আব্দুল লতিফ শেখ, মো. ফরিদ উদ্দিন হাওলাদার, মো. নুরুজ্জামান, মো. আবিদউজ্জামান, আব্দুল মান্নান মোড়, মো. আনোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভার শুরুতে ফুল দিয়ে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ফোরাম ও ম্যানেজারস ফোরামের নেতারা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন