বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

শরৎ এলো

মো: আরাফাত হোসেন

শরৎ এলো নদীর কূলে

কাশে কাশে ভরে,
সাদা মেঘ ঐ আকাশ জুড়ে
বেড়ায় চরে চরে।

নদীর বুকে নবীন মাঝি
পাল তুলেছে হেসে,
মুক্ত পালে ভরা জলে
নাও চলেছে ভেসে।

হঠাৎ করে গগন মাঝে
মেঘের গর্জন বাজে,
কালো মেঘে বৃষ্টি ঝরে,
সকাল-বিকাল সাঁঝে।

পরক্ষণেই আকাশ দেখো
হয়ে ওঠে সাদা,
বৃষ্টি দ্বারা শরৎকে তাই
যায় না কভু বাঁধা।

শরৎ এলে ফুল পাখিরা
করে হাসাহাসি,
ঋতুর মাঝে তাইতো মোরা
শরৎ ভালোবাসি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন