মিকশিমিল সড়কের বেহাল দশা

সুব্রত কুমার ফৌজদার, ডুমুরিয়া

ডুমুরিয়ায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে সড়ক ও জনপদ বিভাগের সড়কটি বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে দুই মাস যাবত। যানবাহন থেকে শুরু করে পথচারী চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে ডুমুরিয়া ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

জানা যায়, দীর্ঘ দুই তিন মাস যাবত ডুমুরিয়া-মিকশিমিল সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়ক নিচু হওয়ায় বৃষ্টির পানি জমে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডুমুরিয়া প্রাণিসম্পদ অফিসের সামনে প্রায় ১শ’ মিটার পর্যন্ত চরমভাবে ক্ষতিগ্রস্ত। খানাখন্দ সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনাও ঘটছে। পায়ে হেঁটে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় বিপাকে পড়েছে স্কুল শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।

ডুমুরিয়া চৌরঙ্গী মোড় থেকে মিকশিমিল পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার সড়কের কয়েক জায়গায় বেশ ক্ষতিগ্রস্ত। পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে পড়ে।

ডুমুরিয়া ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম গাজি জানান, সড়কদিয়ে যানবাহন চলাচলের কায়দা নেই। এক দেড় ফুট খানাখন্দ সৃষ্টি হয়েছে। জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত মেরামতের দাবিতে গত ২৫ আগস্ট ইউএনও বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানান, রাস্তাটি সংস্কারের দাবিতে ভ্যান শ্রমিক ইউনিয়নের লোকজন লিখিতভাবে জানিয়েছেন। সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত রাস্তাটি সংস্কারের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে খুলনা সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুল হক জানান, কিছুদিন আগে রাস্তাটি ভিজিট করা হয়েছে। কমপক্ষে দুই ফুট উঁচু করতে হবে। বৃষ্টির পানি জমার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত সড়কের ক্ষতিগ্রস্ত স্থানে ইটের সোলিং দিয়ে মেরামত করা হবে। আশা করি ডিসেম্বরের আগেই কাজ শুরু হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন