রূপসায় স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যান।

নিহত গৃহবধূ রূপসা উপজেলার যুগীহাটি এলাকার বাসিন্দা পলাশ শেখের স্ত্রী পারভীন বেগম।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে পারিবারিক কলহে স্বামীর সঙ্গে পারভীন বেগমের কথা-কাটাকাটি একপর্যায়ে পলাশ হাতে থাকা দা দিয়ে স্ত্রীকে গুরুতর জখম করেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন