বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) খুলনা বিএনপি তিনদিনের কর্মসূচির দ্বিতীয় দিনে সোনাডাঙ্গা সোলার পার্কে নিম গাছের চারা রোপণ করে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, “ক্ষমতা বিএনপির কর্মীদের কাছে বড় নয়; তাদের কাছে বড় হলো শহীদ জিয়াউর রহমানের আদর্শ। দেশের জনগণ বিএনপির সঙ্গে আছে, তাই দেশেই নির্বাচনের ব্যবস্থা করা হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তবে রাজনৈতিক চ্যালেঞ্জ কোনো কাজে আসবে না।”
তিনি আরও বলেন, ‘৭ নভেম্বরের পরাজিত শক্তি দেশে ও বিদেশে বসে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ব্যর্থ করার পাঁয়তারা করছে। কিন্তু তৃণমূলের কর্মীরা কখনো বিএনপির বিরুদ্ধে যায়নি, খালেদা জিয়াকে বা তারেক রহমানকে ছেড়ে যায়নি। বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি গণমানুষের দলে পরিণত হয়েছে এবং ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত গণমানুষের আস্থা অর্জন করেছে।’
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু, নিজাম উর রহমান লালু, ইউসুফ হারুন মজনু প্রমুখ।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় নগরীর পল্লীমঙ্গল স্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর সকল নেতাকর্মীর উপস্থিতির আহবান জানানো হয়েছে।
খুলনা গেজেট/এসএস