Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

প্রতীক্ষা

মো: আরাফাত হোসেন

শত সহস্র শতাব্দী কেটে যায় দূর নিরাশায়,
কিনারের দেখা সে পাবে কি হায়?
আকাশের শত কোটি সোনালি তারার ভিড়ে,
উজ্জ্বল চন্দ্রের মায়ায় সকল বাঁধন ছিঁড়ে।
পতিত উল্কার ন্যায় ছুটে চলে যায়,
মহাবিশ্বের কোনো কালো অন্ধকারের মোহনায়।

তাঁহারই প্রতীক্ষায়,
কেটে যায় বেলা, সন্ধ্যা নামে সাগরের তীরে,
জনশূন্য নদীর কিনারে জোনাকিদের নীড়ে।
তেপান্তরের মাঠে সবুজ ঘাসের দেশে,
আমি এক অজানা হীন মুসাফির বেশে।
খুঁজেছি তাঁহাকে,
শতাব্দীর ক্ষুধার্ত ঈগলের তীক্ষ্ণ দৃষ্টিতে।

মানবজনম শেষ হয়েছে, অন্ধকার রাত্রির ছায়ায়,
আমার কল্পনাতে বিচরণ তাঁহার,
অতি দূর হেঁটে চলা গন্তব্যহীন মানবীর ন্যায়।
স্বপ্নহীন বাস্তবতায়, শত কোটি করুণ ব্যর্থতায়,
অন্ধকার মায়া ছড়ায় বহু দূর দিগন্তের অজানায়।
কেটেছে সময়, ঝরেছে স্বপ্ন অচেনা প্রত্যাশায়,
আমি বসে আছি এখনো,
কল্পহীন বৃহৎ এক মরুময় প্রতীক্ষায়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন