খুলনার পাইকগাছার একটি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে তালা ভেঙে চুরির ঘটনায় চোর ও চুরি হওয়া মালামালের সন্ধান মিললেও এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে থানায় অভিযোগ জমা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গত ১০ জুলাই বিকেলে স্কুল ছুটি দিয়ে অফিস কক্ষ তালাবদ্ধ করেন। ১৩ জুলাই সকালে প্রধান শিক্ষক স্কুলে এসে দেখেন অফিসের তালা নেই। পরবর্তীতে সহকর্মীদের নিয়ে ভেতরে প্রবেশ করলে দেখা যায় ডিজিটাল হাজিরা মেশিন, ওয়াই-ফাই রাউটার ও দুটি ফ্যান নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পরে অনুসন্ধানে সহকারী শিক্ষক আওসান আহম্মেদ জানতে পারেন, গড়েরডাঙ্গা গ্রামের ফেরদৌস মিস্ত্রীর বাড়িতে বিদ্যালয়ের চুরি হওয়া ফ্যান রাখা আছে। এরপর জানা যায়, ফেরদৌসের ছেলে ইকরামুল হোসেন মিথুন, শাহজাহান মিস্ত্রীর ছেলে তৌহিদুজ্জামান তুহিন, হরমুজ গাজীর ছেলে শাওন হিরো ও মৃত বারিক সানার ছেলে রাফায়েত হোসেন মিলে এ চুরির ঘটনা ঘটায়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওয়ারেস আলী বলেন, ‘চোরেরা চুরির কথা স্বীকার করেছে এবং আমার কাছে দুটি ফ্যান ও রাউটারের জন্য এক হাজার টাকা দিয়েছে। পুলিশের সহযোগিতায় ব্যবস্থা নেবো।’
এ বিষয়ে এসআই আসলাম বলেন, ‘স্কুলে চুরির ঘটনার তদন্ত চলছে। আমি ঢাকায় আছি , এসে দ্রুত ব্যবস্থা নেবো।’
খুলনা গেজেট/এসএস