Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

অবিরাম বৃষ্টি

মো: আরাফাত হোসেন

শ্রাবণ মাসের বৃষ্টির ধারা
হয় না কভু শেষ,
ভাদ্র মাসে এসে দেখি
থেকে গেছে রেশ।

সকাল-বিকাল-সন্ধ্যা-রাতে
বৃষ্টি ঝরে ভাই,
ঘরে বসে কি করি যে
পাই না খুঁজে হায়।

টিনের চালে বৃষ্টি পড়ে
অবিরাম ধারায়,
তারই শব্দে মন ভরে যায়
কল্পনায় হারায়।

দিন কেটে যায় মাস কেটে যায়
বৃষ্টি হয় না শেষ,
অবিরাম এ বৃষ্টি ঝরা
লাগছে সবার বেশ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন