Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ২৩শে আগস্ট, ২০২৫ । ৮ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

মোরেলগঞ্জে দিনমজুর পরিবারকে হয়রানির অভিযোগ

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে ইব্রাহিম শেখ নামে এক দিনমজুরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে পশ্চিম খাউলিয়া মসজিদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে স্থানীয়রা এ অভিযোগ করেন।

অভিযোগকারীরা জানান, পারিবারিক বিরোধের জেরে ইব্রাহিম শেখের (৪৫) বিরুদ্ধে কল্পিত ধর্ষণচেষ্টার মামলা দেওয়া হয়। যথাযথ তদন্ত ছাড়াই পুলিশ মামলাটি রেকর্ড করে। এ মামলায় ইব্রাহিম এক মাস ২২ দিন কারাভোগ করেন এবং প্রায় ৭০ হাজার টাকা ব্যয় হয়। মামলার ফাইনাল রিপোর্ট দেওয়ার কথা বলে সন্ন্যাসী ফাঁড়ির আইসির বিরুদ্ধে ১৩ হাজার টাকা উৎকোচ নেওয়ার অভিযোগও ওঠে।

ভুক্তভোগীর স্ত্রী রেশমা বেগমসহ স্থানীয়রা মামলাটির পুনঃতদন্ত ও পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার বিষয়েও তদন্ত দাবি করেছেন।

এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, “মামলাটি কয়েক মাস আগের। এ নিয়ে কেউ আমার কাছে কোনো অভিযোগ করেনি।”

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন