বাগেরহাটের ফকিরহাটে বিডি ক্লিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিশ্বরোড মোড়ের জটার খাল পরিষ্কার-পরিছন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকাল ১০টায় এ কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সাংবাদিক শেখ শৈয়দ আলী উপস্থিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এরপর বৃষ্টি উপেক্ষা করে বিডি ক্লিনের ১৬ জন স্বেচ্ছাসেবী একত্রে খাল পরিষ্কারের কাজে অংশ নেন।
বিডি ক্লিন ফকিরহাট টিম লিডার সুজন শেখ বলেন, ‘আজ আমাদের প্রতিষ্ঠার ৯ম বর্ষপূর্তি। এই উপলক্ষে সারাদেশে একযোগে পরিষ্কার-পরিছন্নতার কর্মসূচি চলছে। দেশটা আমাদের, তারুণ্য জেগেছে ময়লা তুলছে-নিশ্চয়ই আমার দেশ হবে পরিচ্ছন্ন।’
ফকিরহাটের উপ-সমন্বয়ক রাসেল শেখ জানান, স্থানীয় দোকানদাররা প্রায় ১৫ বছর ধরে খালে ময়লা ফেলে আসায় খালের পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে পথচারী ও স্থানীয়রা দুর্গন্ধ ও মশার উৎপাতসহ নানা ভোগান্তিতে পড়েছেন। তাই খাল পরিষ্কার করে চলাচলের উপযোগী করার দায়িত্ব নেয় বিডি ক্লিন।
আমন্ত্রিত অতিথি সাংবাদিক সাগর মল্লিক বলেন, ‘খালের পাশে দোকানদার ও পথচারীদের ফেলা ময়লা থেকে দুর্গন্ধ ছড়ায়, যা শ্বাসকষ্টসহ নানা শ্বাসজনিত রোগের কারণ হতে পারে। জমে থাকা ময়লায় মশা, মাছি ও ইঁদুর জন্ম নেয়-যা ডেঙ্গু, ম্যালেরিয়া, ডায়রিয়া, কলেরার মতো মারাত্মক রোগ ছড়ায়। এ অবস্থায় বৃষ্টি উপেক্ষা করে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়।’
স্থানীয় ব্যবসায়ী শেখ জাহিদ মারুফ বলেন, ‘অনেকবার চেষ্টা করেও আমি একা ময়লা ফেলা বন্ধ করতে পারিনি। আশা করছি এবারের উদ্যোগের পর প্রশাসন ব্যবস্থা নেবে এবং ময়লা ফেলা বন্ধ হবে।’
বিডি ক্লিনের মতো সংগঠন যদি নিয়মিতভাবে সমাজের ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিছন্নতার উদ্যোগ নেয়, তাহলে একদিকে যেমন পরিবেশ হবে স্বাস্থ্যকর ও নিরাপদ, অন্যদিকে মানুষের মধ্যেও সচেতনতা তৈরি হবে। এতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে উঠবে।
খুলনা গেজেট/এনএম