Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরের সংসদীয় আসনের পুনর্বিন্যাস মানুষ মেনে নেবে না : বিএনপি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দ যশোরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের তীব্র নিন্দা জানিয়েছেন। নেতৃবৃন্দ এ পরিকল্পনাকে একটি গভীর ষড়যন্ত্র উল্লেখ করে বলেন, একজন বিতর্কিত লোক আবেদন করবে আর তার জন্য রাষ্ট্র একটি সিদ্ধান্ত নেবে তা জনগণ কখনো মেনে নে্বে না। আগামী নির্বাচনকে বিলম্বিত করতে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে এবং এটি তারই অংশ। এ জন্য আমরা প্রয়োজনে আইনগত পদক্ষেপ গ্রহণ করব।

বুধবার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবু, আব্দুস সালাম আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, আনজারুল হক খোকন, কাজি আজম, সিরাজুল ইসলাম, এম তমাল আহমেদ, আনসারুল হক রানা প্রমুখ।

লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, একটি নির্ধারিত সীমারেখায় বছরের পর বছর নির্বাচনী প্রক্রিয়ায় জনগণ অংশগ্রহণ করছে। ভোটারদের ভেতরে একটি পরিবারের মতো পরিবেশ রয়েছে। এখানে আসন ভিত্তিক যে ঐক্য, সম্প্রীতি ও বন্ধন তৈরি হয়েছে সেটা দ্বিধাবিভক্ত হয়ে পড়ুক এটি কোনভাবেই কাম্য হতে পারে না।

নেতৃবৃন্দ বলেন, যে কোন বিচারেই কোন সংসদীয় এলাকায় জনমত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই জনমতকে উপেক্ষা করে কিংবা তাদের মতামতের গুরুত্ব না দিয়ে একতরফা সিদ্ধান্ত আইন, সংবিধান ও রীতির বিরুদ্ধে।আমরা কোন অবস্থাতেই এই জাতীয় কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করার অপচেষ্টা মেনে নেব না।

এর আগে একই দাবিতে যশোর জেলা বিএনপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল জেলা নির্বাচন অফিস ঘেরাও করে।

উল্লেখ্য, যশোর-৪ অভয়নগর-বাঘারপাড়া আসন পুনর্বিন্যাস করার দাবিতে সুকৃতি মন্ডল নামে এক ব্যক্তি নির্বাচন অফিসে অভিযোগ দায়ের করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন