Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

স্বামীকে তালাক দেয়ায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা

মোংলা প্রতিনিধি

মোংলায় স্বামীকে তালাক দেয়ায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

পুলিশ জানায়, উপজেলার চিলা ইউনিয়নের পূর্ব চিলা এলাকার মৃত জাফর শেখের ছেলে গোলাম মওলা দুলালের (৪৫) সাথে বেশ কয়েক বছর পূর্বে গাববুনিয়া গ্রামের ইদ্রিস আলী শেখের মেয়ে রঞ্জিলা বেগমের (৩৯) বিয়ে হয়। এরপর থেকে তাদের বৈবাহিক জীবনে কলহ-বিবাদ লেগে থাকে। কলহ-বিবাদের এক পর্যায়ে গত ২২ জুলাই রঞ্জিলা তার স্বামী গোলামকে তালাক দেয়। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী গোলাম মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রঞ্জিলার বাবার বাড়িতে গিয়ে তার উপর হামলা চালায়। ওই সময় গোলাম রঞ্জিলার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কাঠের বাটাম দিয়ে আঘাত করতে থাকে। এতে রঞ্জিলার মাথা ফেটে ও থেতলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে গোলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এরপর ঘটনাস্থল থেকে রঞ্জিলাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন তার স্বজনেরা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হলে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে রঞ্জিলার মৃত্যু হয়। রঞ্জিলার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে তার পরিবার ও এলাকার মানুষের মাঝে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে এ ঘটনায় মঙ্গলবার রাতে চিলা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় গোলামকে আটক করে পুলিশ। আটককৃত গোলামকে বুধবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, স্ত্রী তালাক দেয়ায় স্বামী ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করেছে। এ ঘটনায় স্বামীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন