Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে ছাত্রীকে ধর্ষণ, যবিপ্রবির ছাত্র সজিবের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র মাশরুর রহমান সজিবকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আতোয়ার রহমান মামলার রায়ে এ সাজা দিয়েছেন।

সাজাপ্রাপ্ত মাশরুর রহমান সজিব যশোর শহরের পালবাড়ি তেতুলতলা এলাকার মিজানুর রহমানের ছেলে ও ঢাকা বাড্ডার বৈশাখি স্বরনীর বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি আব্দুল লতিফ লতা।

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সাল ওই ছাত্রী যশোরের শহরের একটি কলেজে ভর্তি হয়ে পালবাড়ি এলকায় ফুফুর বাড়ি থাকতেন। এ বাড়ির গৃহশিক্ষক হিসেবে ফুফাতো বোনকে পড়াতেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজিব। বাড়িতে পড়াতে আসা যাওয়ার এক পর্যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ২০১৬ সালের ১৫ জুন বাড়ির সকলে আত্মীয় বাড়ি বেড়াতে চলে যায়। পরীক্ষার কারনে বাড়িতে একই ছিল ওই ছাত্রী। ওই দিন বিকেলে পাড়াতে এসে বাড়িতে কেউ না থাকার সুযোগে সজিব ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এরপর সজিব ও ওই ছাত্রীর প্রেমের বিষয়টি উভয় পরিবারের মধ্যে জানাজানি হয়ে যায়। এ সুযোগ কাজে লাগিয়ে সজিব ওই ছাত্রীকে তার আত্মীয়সহ বিভিন্ন জায়গায় ভ্রমনে নিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস এবং গোপনে বিশষে মুহূর্তের ছবি ও ভিডিও ধারন করে রাখে। সজিবকে পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে তিনি ঘুরাতে থাকেন। এরপর যোগোযোগ বন্ধ করে দেয় সজিব।

২০২৪ সালের ৩০ জুলাই সজিবের মাকে বিষয়টি জানালে, সজিব তাকে বিয়ে করবে না এবং অন্যত্র বিয়ে করেছে বলে জানিয়ে দেয়। এ ঘটনায় গত বছরের ১৭ আগস্ট যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুলনাল-১ এ ধর্ষণের অভিযোগে মামলায় করেন ওই ছাত্রী।

আদালতের তৎকালিন বিচারক অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেন। আদালতের আদেশে অভিযোগের তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে তদন্তকারী কর্মকর্তা আসামি সজিবকে অভিযুক্ত করে ওই বছরের ১২ ডিসেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন।

এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আসমি মাশরুর রহমান সজিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। রায় ঘোষনার সময় সজিব আদালতে উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/ এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন