বাগেরহাটের কচুয়ায় মোবাইল কোর্টের অভিযানে চারটি প্রতিষ্ঠানে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৯ আগস্ট (মঙ্গলবার) দুপুরে কচুয়া বাজারে খাদ্য পণ্য বিক্রির দোকানে অভিযান পরিচালনা করে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান মোবাইল কোর্ট পরিচালনার নেতৃত্ব দেন।
মোবাইল কোর্ট পরিচালনার সময় দেখা যায়, সেভেন স্টার হোটেল এন্ড গাজী মিষ্টান্ন ভান্ডর (প্রো: মোঃ মোস্তফা গাজী), কাজী মিষ্টান্ন ভান্ডার (প্রো: কাজী আরিফ), আগমন হোটেল এন্ড রেস্টুরেন্ট (ম্যানেজার: রেজা সাথি) এবং শ্রীগুরু সুইটস (প্রো: শ্রীবাস কুন্ডু) মিষ্টান্নজাত খাদ্যদ্রব্য যেমন দই, রসগোল্লা, চমচম, সন্দেশ ইত্যাদি সংরক্ষণ ও মোড়কীকরণ করলেও পণ্য মোড়কীকরণের নিবন্ধন সনদ দেখাতে পারেনি।
মোড়কীকরণের নিবন্ধন সনদ না থাকায় প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান বলেন, ‘জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।’
খুলনা গেজেট/এসএস