যশোরের ঝিকরগাছা পৌর শহরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি দোকান থেকে ৭৫০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে। এসময় ব্যবসায়ীদের কাছ থেকে ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের পরিদর্শক জিহাদ হোসেন।
অভিযানিক দল বাজারের তিনটি মুদিখানা দোকান থেকে ৭৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে। তবে অভিযানের খবর পেয়ে আশপাশের দোকানিরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক এমদাদুল হক উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করে ঝিকরগাছা থানার একদল পুলিশ সদস্য।
নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল হক।