যশোরের বারীনগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মিশন (২৩) নামে এক যুবককে মারপিট করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত মিশন সদর উপজেলার সাতমাইল উত্তর নলিতাদাহ গ্রামের মিলন হোসেনের ছেলে। সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উত্তর নলিতাদাহ গ্রামের রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, পূর্বশত্রুতার জেরে একই গ্রামের রাজিব, সজীব, শাহিদুল ও মহিদুলসহ ৭/৮ জন মিশনকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার কাছে থাকা নগদ আট হাজার টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, বিষয়টি তাদের জানা নেই। তারপরও খোঁজখবর নেয়া হচ্ছে। অভিযুক্তদের আটক করা হবে।
খুলনা গেজেট/এনএম